ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বিকেএসপির দ্বিতীয় পর্বের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিকেএসপির দ্বিতীয় পর্বের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৫-১৭’ এর দ্বিতীয় পর্বের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল বিকেএসপির ওয়েব সাইটে (bksp.portal.gov.bd) প্রকাশিত হয়েছে।

 

গত ০৪ মে থেকে ১৮ জুন পর্যন্ত দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বাছাই পরীক্ষায় আরচ্যারিতে ১২৪ জন, এ্যাথলেটিক্সে ৬০৪ জন, বাস্কেটবলে ১২২ জন, বক্সিংয়ে ১৪৩ জন, ক্রিকেটে ১২,৪৯৮ জন, ফুটবলে ৪৭০০ জন, জিমন্যাস্টিক্সে ১১১ জন, হকিতে ৩৫৯ জন, জুডোতে ১১০ জন, কারাতে ৯৫ জন, শ্যুটিংয়ে ২০৩ জন, সাঁতারে ৪৮১ জন, তায়কোয়ানডোতে ৮২ জন, টেবিল টেনিসে ১০১ জন, টেনিসে ৯৫ জন, ভলিবলে ১৫৭ জন ও উশুতে ৭৭ জন সহ সর্বমোট ২০,১০৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এদের মধ্যথেকে বাছাইকৃত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ও  বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথমে এক মাস মেয়াদের এবং পরবর্তীতে বাছাইকৃতদের মধ্যথেকে অধিকতর ক্রীড়া মেধা সম্পন্ন ২০০ জনকে নিয়ে ধারাবাহিকভাবে ৪ মাস মেয়াদের ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

চার মাস মেয়াদে অনুষ্ঠেয় এই প্রশিক্ষণ ক্যাম্প হতে চূড়ান্তভাবে বাছাইকৃত যোগ্য প্রশিক্ষণার্থীদের বিকেএসপি‘র  দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে।

উল্লেখ্য ২০১৬ সালে ভর্তিকৃত ১২৯ জনের মধ্যে ৭৯ জনই ছিল এই প্রকল্পের প্রশিক্ষণার্থী, যা মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর ৬৭ শতাংশ। আগামী ১৯ জুলাই থেকে এক মাসের ট্রেনিং ক্যাম্প শুরু হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব কাজী আখতার উদ্দিন প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ২৮ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।