ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র পঞ্চম রাউন্ডের খেলা শেষে চারজন খেলোয়াড় পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গোল্ডেন চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, শেখ রাসেল চেস ক্লাবের খেলোয়াড় ও জনতা ব্যাংকের কর্মকর্তা ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন।
সাড়ে চার পয়েন্ট করে পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও ক্যান্ডিটেড মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ এবং লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক।
মঙ্গলবার (২৮ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় রাকিব শেখ রাসেল মোমোরিয়ালের সোহেল চৌধুরীকে, রাজীব একসেস চেসের মোঃ জামাল উদ্দিনকে, শাকিল তিতাস ক্লাবের শফিক আহমেদকে, ইমন সুলতানা কামাল পাঠাগারের মোঃ শফিকুল ইসলাম মিঠুকে, সিয়াম সোনালী ব্যাংকের আবু হানিফকে, মাহতাব ফিরোজ আহমেদকে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফায়ার-সার্ভিসের মুজিবুর রহমানকে, ফিদে মাস্টার তৈয়বুর রহমান অরুন চন্দ্র সরকারকে পরাজিত করেন।
এছাড়া, ফিদে মাস্টার মালেক আন্তর্জাতিক মাস্টার মিনহাজের সাথে এবং শেখ রাসেল মেমোরিয়ালের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ফায়ার সার্ভিসের জুয়েল খানের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ২৮ জুন ২০১৬
এমআরপি