ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সুপার সিক্সের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। দিনের প্রথম ম্যাচে জিমির হ্যাট্টিকসহ পাঁচ গোলে ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলে হারিয়েছে মোহামেডান।
দিনের অপর ম্যাচে আবাহনীর কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
বুধবার (২৯ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের তিন মিনিটে জিমির ফিল্ড গোলে ১-০ তে এগিয়ে যায় মোহামেডান। তবে শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আপ্রাণ চেস্টা চালিয়ে ২৫ মিনিটে সফলতা পায় ঊষা। আলিম বেলালের পেনাল্টি কর্ণার থেকে কৃষ্ণ কুমারের পুশ ও সরোয়ার হোসেনের স্টপ থেকে আলিম বেলালের জোড়ালো ড্র্যাগ ঊষাকে ১-১ এ সমতা এনে দেয়।
তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ঊষা। কেননা ২৯ মিনিটে আবার জিমি ফিল্ড গোল থেকে মোহামডানকে ২-১ এ এগিয়ে দেন। এর ঠিক দুই মিনিট পরে আবার মোহামেডান আক্রমণ এবং এবারও স্কোরার সেই জিমি। ফিল্ড গোল থেকে বোর্ডে বল ঠেলে জিমি তুলে নিলেন হ্যাট্টিক আর দল এগিয়ে গেল ৩-১ ব্যবধানে।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ঊষা। আর তাতে সাফল্যও পেয়েছে দলটি। দ্বিতীয়ার্ধে ফিরেই ৩৭ মিনিটে আবার সেই আলিম বেলালের পেনাল্টি কর্ণারের গোল খেলায় ৩-২ এ ব্যবধান কমায়।
তাতে অবশ্য খুব বেশি লাভবান হয়নি ঊষা কেননা ৪২ মিনিটে জিমির চতুর্থ গোলে মোহামেডান ৪-২ গোলে এগিয়ে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় ঊষা। এখানেই শেষ নয় ম্যাচের নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে আরেকবার ঊষা সীমানায় হানা দিয়ে মোহামেডানকে ৫-২ গোলে এগিয়ে দিয়ে পাইয়ে দেন জয়ের সুবাস।
তবে শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়ে মোহামেডান মাঠ ছাড়াতে পারেনি। কেননা আম্পায়ারের শেষ বাঁশির মাত্র ১ মিনিট আগে আলিম বেলাল হ্যাট্টিক করলে ৫-৩ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ২৯ জুন, ২০১৬
এইচএল/এমএমএস