ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
ছয় পয়েন্ট নিয়ে নিয়ে ৫ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, জনতা ব্যাংকের কর্মকর্তা ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সোহেল চৌধুরী ও তিতাস ক্লাবের শফিক আহমেদ।
এছাড়া, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ইকরামুল হক সিয়াম ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিংয়ের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, হাসান মেমোরিয়াল চেসের সাইফুল ইসলাম চৌধুরী ও গোলাম মোস্তফা ভূঁইয়া, এবং মীর চেস ক্লাবের মোঃ সিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় রাকিব রাজীবের ড্র করেন।
জিয়া মিনহাজকে, শাকিল মালেককে, শফিক ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে, ইমন মোহাম্মদ সিরাজুল কবীরকে, সোহেল মোঃ আনিসুজ্জামান মল্লিককে, পরাগ রেজাউল ইসলাম বাবুকে, সিয়াম মোস্তফা রাজীবুল হাসানকে, সাইফুল মোঃ আবু হানিফকে, জাভেদ অভিক সরকারকে ও সিদ্দীক যদুনাথ বিশ্বাসকে পরাজিত করেন। আমিন মোস্তফার সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ৩০ জুন ২০১৬
এমআরপি