ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

প্রিমিয়ার হকিতে আবাহনী তৃতীয়, চতুর্থ মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
প্রিমিয়ার হকিতে আবাহনী তৃতীয়, চতুর্থ মোহামেডান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গ্রিন ডেলটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্স রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়স্থান নিয়ে মৌসুম শেষ করলো আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগের ১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৬।

 

দিনের অপর ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-৬  গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জনে চতুর্থস্থান নিয়ে মৌসুম শেষ করেছে সাদা-কালো শিবির।

বৃহস্পতিবার (৩০ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ৪ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে দুই গোল এনে দিয়ে আবাহনীকে ২-০ তে এগিয়ে নেন সিটুল।

তবে সমতায় ফিরতে সময় নেয়নি ওয়ান্ডারার্স। ১১ মিনিটে রাজিব হোসেন ব্যবধান কমান ২-১ এ। রাজিব ব্যবধান কমালেও ২০ মিনিটে মাকসুদ আলম হাবুলের ফিল্ড গোলে ৩-১ ব্যবধানে লিড পায় আবাহনী। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় আকাশী নীল জার্সি ধারীরা।

তবে বিরিতির পর আবার আক্রমণে যায় আবাহনী। রাজীব দাসের পেনাল্টি গোলে ব্যবধান বাড়ে ৪-১ এ।

ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত আবাহনী এই ব্যবধান ধরে রাখতে পারেনি। খেলার নির্ধারিত সময় শেষের ৮ মিনিট আগে আবার রাজিব হোসেন আবাহনীর বোর্ডে বল ঠেলে ৪-২ এ ব্যবধান কমিয়ে মাঠ ছাড়েন।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ৩০ জুন ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।