ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ঊষাকে কাঁদিয়ে শিরোপা জিতলো মেরিনার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ঊষাকে কাঁদিয়ে শিরোপা জিতলো মেরিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গ্রিন ডেলটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা জিতে নিয়েছে মেরিনার ইয়াংস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়েছে গেরহার্ড পিটারের শিষ্যরা।

 

শুক্রবার (০১ জুলাই) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামে দুই দল।

ঊষার বিপক্ষে ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নেয় মেরিনার। আর এর ফলে প্রথমবারের মতো শিরোপা জিতলো তারা। এর আগে ২০০৬ ও ২০১০ সালে রানার্সআপ হয়ে আসর শেষ করেছিল দলটি।

অন্যদিকে ২০০৪, ২০০৬, ২০০৮ ও ২০১৪ সালে লিগ শিরোপা জেতা ঊষা পঞ্চম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ হাসি হাসতে পারেনি। অথচ ম্যাচে তারাই দাপট দেখিয়ে ২-০ গোলে এগিয়ে ছিল।

ম্যাচের ১৩তম মিনিটে হাসান যুবায়ের নিলয়ের গোলে এগিয়ে যায় ঊষা। দুই মিনিট পর নিলয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন পুরস্কর ক্ষীসা মিমো। ফলে, খেলার ১৫ মিনিটের মাথায় ২-০ গোলের লিড নেয় ঊষা।

ম্যাচের ২৬তম মিনিটে ব্যবধান কমায় মেরিনার। দলের হয়ে প্রথম গোলটি করেন ওয়াকাস শরিফ (২-১)। পাকিস্তানের এই খেলোয়াড়ের পর প্রথমার্ধের শেষ দিকে ইশতিয়াক আহমেদ গোল করেন। তবে, বল ওয়াকাসের পায়ে লাগায় রিভিউ চায় ঊষা। তাতে, গোলটি বাতিল হয়।

ম্যাচের ৫০তম মিনিটে সমতায় ফেরে মেরিনার। সমতায় ফেরানো গোলটি আসে আরশাদ হোসেনের স্টিক থেকে (২-২)। তখনই মোটামুটি মেরিনারের শিরোপা নিশ্চিত হয়। নিজের প্রথম গোলটির স্বাদ নিতে না পারলেও একেবারে শেষ মুহূর্তে গোলের স্বাদ নেন ইশতিয়াক আহমেদ (৩-২)। তার গোলেই মেরিনার শিরোপা নিশ্চিত করে জয় দিয়ে।

তবে, জিততে না পারলেও শিরোপা উঠতো মেরিনারের হাতেই। ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ঊষা। অন্যদিকেসর্বোচ্চ ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল মেরিনার। তাই, শিরোপা উৎসবে মাততে ড্র করলেই চলতো মেরিনারের।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।