ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন রাকিব-রাজীব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন রাকিব-রাজীব

ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।

 

সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেনঃ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের সাইফুল ইসলাম চৌধুরী ও গোলাম মোস্তফা ভূঁইয়া।

শুক্রবার (০১ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় রাকিব শফিক আহমেদকে, রাজীব সোহেল চৌধুরীকে, জিয়া ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, জাভেদ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, সাইফুল ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, মোস্তফা ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, যোয়ার হক প্রধান উতেনকে, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জুয়েল খানকে, মোঃ মুজিবুর রহমান এস এম স্মরনকে, মাহতাবউদ্দিন আহমেদ মোহাম্মদ মানিককে, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন মোঃ হাদিউজ্জামানকে, রেজাউল ইসলাম বাবু মোহাম্মদ সিরাজুল কবীরকে, মতিউর রহমান মামুন মোঃ শরীয়তউল্লাহকে,  মোহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান শহিদুল ইসলাম ও গোলাম সারোয়ার মোঃ জামাল উদ্দিনকে পরাজিত করেন।

এছাড়া, শাকিল আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে এবং ইকরামুল হক সিয়াম মোঃ সিদ্দিকুর রহমানের সাথে ড্র করেন।

শনিবার (০২ জুলাই) সকাল সাড়ে দশটা হতে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৃষ্ঠপোষক কোম্পানী সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক জনাব তরফদার মোঃ রুহুল সাইফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ০১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।