ঢাকা: চলতি বছরের আগষ্টে ব্রাজিলের মাটিতে বসছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক। আর রিও অলিম্পিকের আসরও মাতাতে চান স্প্রিন্টার উসাইন বোল্ট।
গ্রেড-ওয়ান হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভোগা বোল্ট সম্প্রতি জ্যামাইকায় অলিম্পিকের ট্রায়ালে ব্যস্ত ছিলেন। তবে প্রিয় ইভেন্ট ১০০ মিটারের সেমিফাইনাল জিতে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন এ তারকা।
ইনজুরিতে পড়লেও ১০০ ও ২০০ মিটারের নির্বাচনে নিজে প্রস্তুত হতে পারবেন বলে বোল্টের বিশ্বাস। লন্ডন ও বেইজিং জয়ী এ তারকা খুব দ্রুত সেরে উঠার আশ্বাস দেন।
বোল্ট নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ফাইনালে জয় পান লন্ডন ২০১২ অলিম্পিকে বোল্টের পেছনে থেকে সিলভার পাওয়া ইওহান ব্লেক।
৩১ বছর বয়সী বোল্টের এটি হবে ক্যারিয়ারের শেষ অলিম্পিক। ইতোমধ্যে এমন ঘোষণা দেওয়া বোল্ট জানান, ‘আমার দুর্দান্ত একটি ক্যারিয়ার রয়েছে। তবে বর্তমানে আমি ইনজুরিতে ভুগছি। তারপরও আশা করি অলিম্পিকের আগেই নিজেকে সুস্থ প্রমাণ করতে পারবো আর রিও অলিম্পিকে নিজের সেরাটিই দিতে পারব। ’
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৬
এমএমএস