ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

ঢাকা: বিশ্বের দেড় শতাধিক দেশের মতো বাংলাদেশেও পালন হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। শনিবার (০২ জুলাই) এই দিবসটি উদযাপিত করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস-এর একমাত্র অনুমোদিত সংগঠন হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) দিবসটি দেশের সকল ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে নিয়ে পালন করার কথা জানায়।

তবে, পবিত্র রমজানের কারণে বিএসপিএ কার্যালয়ে ঘটা করে কোনো অনুষ্ঠানের আয়োজন থাকেনি। ঈদ-উল-ফিতর শেষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রবীণ ক্রীড়া সাংবাদিক/ক্রীড়ালেখক এবং বর্তমান ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, প্রায় এক শ’ বছর আগে ১৯২৪ সালের ০২ জুলাই ফ্রান্সের প্যারিসে International Sports Press Association (AIPS) এর আত্মপ্রকাশ ঘটে। এরমধ্যে এআইপিএস’র ব্যাপ্তি বেড়েছে অনেক। বর্তমানে এর পতাকাতলে সমবেত দেশের সংখ্যা ১৬৭টি।

বাংলাদেশে এআইপিএসের একমাত্র স্বীকৃত সংস্থা হচ্ছে ‘বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি’। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের এক কাতারে নিয়ে আসার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে প্রতি বছরের ০২ জুলাই এআইপিএসের জন্মদিনকে স্মরণ করে বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।