ঢাকা: বান্ধবীকে হত্যার দায়ে ‘ব্লেড রানার’ খ্যাত অস্কার পিস্টোরিয়াসের ছয় বছরের কারাদণ্ড হয়েছে। বুধবার (৬ জুলাই) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আদালতে শুনানির পর বিচারক থকোজাইল মাসিপা এই রায় ঘোষণা করেন।
তিন বছর আগে (২০১৩) বিশ্ব ভালোবাসা দিবসের রাতে নিজ বাড়িতে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেছিলেন পিস্টোরিয়াস। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা পরিকল্পিত হত্যাকাণ্ড প্রমাণিত না হলেও অনিচ্ছাকৃত হত্যার দায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত।
কিন্তু আপিলের রায়ে ফেঁসে যান ২৯ বছর বয়সী পিস্টোরিয়াস। গত বছরের ডিসেম্বরে আদালত তাকে সরাসরি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। জেনেশুনেই নাকি তিনি বান্ধবীকে হত্যা করেছিলেন।
প্রসঙ্গত, ২০১২ লন্ডন অলিম্পিক আসরে ধাতব পা লাগিয়ে ৪০০ মিটার রিলেতে দৌড়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন দুই পা বিহীন পিস্টোরিয়াস। এর পর থেকেই তার নাম বনে যায় ‘ব্লেড রানার’।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এমআরএম