ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন রাজীব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন রাজীব

ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৯ খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন।

এছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৮ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৫জন খেলোয়াড় এ ইভেন্টে মোট পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার লাভ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে রেকর্ড সংখ্যক ২১৪জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন, যার মধ্যে ২জন ভারতীয় খেলোয়াড়ও ছিলেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক জনাব বেনজীর আহমেদ, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানি সাইফ পাওয়ারটেকের পরিচালক জনাব তরফদার মোঃ রুহুল সাইফ। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি জনাব গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও টুর্নামেন্ট কমিটির সচিব মোঃ মনিরুজ্জামান পলাশ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।