ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগ ২০১৬’র চ্যাম্পিয়নশিপ অর্জনের সাফল্যকে বিশেষভাবে উদযাপন করলো ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ক্লাবের পক্ষ থেকে শনিবার (১৬ জুলাই) একটি বর্নাঢ্য বিজয় ৠালির আয়োজন করা হয়।
বিকেল ৪টায় আরামবাগ, মতিঝিলস্থ ক্লাব প্যাভিলিয়ন থেকে শুরু হওয়া বর্নাঢ্য বিজয় ৠালিটি আরামবাগ, ফকিরেরপুল ও মতিঝিল প্রদক্ষিণ করে।
দেশের হকি অঙ্গনে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের নতুন এই অধ্যায়কে স্মরণীয় করে রাখতে এই আয়োজনে স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মমিলুন হক সাঈদ, ক্লাবের উর্ধ্বতন কর্মকতা, খেলোয়াড়, বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করে।
ভবিষ্যত প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্লাবের এই আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়।
প্রথমবারের মতো প্রিমিয়ার বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয় মেরিনার ইয়াংস। শিরোপা নির্ধারণী নাটকীয় ম্যাচে ৩-২ গোলে তারা হারিয়ে দেয় জায়ান্ট ক্লাব ঊষা ক্রীড়াচক্রকে। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেয় মেরিনার।
বাংলাদেশের ঘরোয়া হকিতে অত্যন্ত পরিচিত ক্লাব হলেও মেরিনার ইয়াংস এবারই প্রথমবারের মতো হকি লিগের শিরোপা ঘরে তোলে। সর্বোচ্চ ৪৩ পয়েন্ট নিয়ে লিগ সেরা হয় মেরিনার আর রানর্সআপ হয় আগেরবারের চ্যাম্পিয়ন ঊষা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি