ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় মিলিতভাবে শীর্ষে জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আন্তর্জাতিক রেটিং দাবায় মিলিতভাবে শীর্ষে জিয়া ছবি: গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৯তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬’র তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।

 

তৃতীয় রাউন্ড শেষে ১৩ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, মোঃ শরীফ হোসেন ও মাহতাবউদ্দিন আহমেদ, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও সোহেল চৌধুরী,  লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, হাসান মেমোরিয়াল চেসের সাইফুল ইসলাম চৌধুরী ও গোলাম মোস্তফা ভূঁইয়া,  তিতাস ক্লাবের শফিক আহমেদ, উতেন ও ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্সের মোঃ মাসুম হোসেন শীর্ষে রয়েছেন।

শনিবার (১৬ জুলাই) দাবা কক্ষে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় জিয়া মোহাম্মদ সাগরকে, শাকিল আব্দুল মোমিনকে, পরাগ ফয়সাল হোসেনকে, মালেক আফজাল হোসেন সাচ্চুকে, জাভেদ শেখ রাশেদুল হাসানকে, উতেন সব্যসাচী  মন্ডলকে, সোহেল শাহনাজ মোহাম্মদ ফারুককে, শরীফ শওকত আলীকে, শফিক মোঃ রেজাউল করীমকে, সাইফুল বেলাল হোসেনকে, মাহতাব আবুল কাশেমকে ও মাসুম মোহাম্মদ সালমান মুন্সিকে পরাজিত করেন। মোস্তফা রাকিব আহমেদ সালেহের বিরুদ্ধে ওয়াকওভার পান।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।