ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

জিকা নয়, টাকার কারণে অলিম্পিক বর্জনে গলফাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
জিকা নয়, টাকার কারণে অলিম্পিক বর্জনে গলফাররা ছবি:সংগৃহীত

ঢাকা: জিকা ভাইরাস নয়, টাকার কারণে বিশ্বের শীর্ষ গলফাররা রিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। এমনই অভিযোগ রিও গেমস কমিটির প্রধান কার্লোস নুজম্যানের।

তিনি জানান অলিম্পিক গলফে টাকা নেই বলেই রিওতে নামার আগ্রহ পাচ্ছেন না শীর্ষ গলফাররা। তাই জিকা ভাইরাসের অজুহাত দেখিয়ে তারা সরে দাঁড়াচ্ছেন।

 

জিকা সংক্রমণের আতঙ্কে রিওতে না নামার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন বিশ্বের সাবেক এক নম্বর গলফার রোরি ম্যাকিলরয়। তার পর থেকে অন্তত ২০ জন গলফার একই কারণে নাম তুলে নিয়েছেন। যাদের মধ্যে আছেন বিশ্বের এক নম্বর জেসন ডে, দুই নম্বর ডাস্টিন জনসন, তিন নম্বর জর্ডন স্পিথ।

১১২ বছর পর এ বার রিও অলিম্পিকে আবার ফিরছে গলফ। কিন্তু তারকা গলফাররা সেটাকে এড়িয়ে গেলে অলিম্পিক মঞ্চে গলফের পুনঃপ্রতিষ্ঠা কঠিন হবে বলে গলফ বিশ্বের আশঙ্কা।

নুজম্যান বলেন, ‘এরা সবাই এখন জিকার ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু সংবাদমাধ্যম প্রমাণ করে দিয়েছে, গলফাররা রিওতে খেলতে নারাজ কারণ অলিম্পিকে সম্মান থাকলেও পুরস্কারের মোটা চেক নেই। যা এদের ‘আতঙ্কের’ আসল কারণ। ’

তিনি আরও বলেন, ‘জিকার সংক্রমণের ভয়টাই যদি কারণ হবে তা হলে এই গলফাররা ফ্লোরিডায় গিয়ে খেলছে কেন? ওখানে তো জিকা সংক্রমণের হার ব্রাজিলের চেয়েও বেশি। ’

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।