ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান চিলড্রেন গেমস শেষে ফিরলো পদক বিজয়ীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এশিয়ান চিলড্রেন গেমস শেষে ফিরলো পদক বিজয়ীরা

ঢাকা: গত ০৫ থেকে ১৭ জুলাই রাশিয়ার ইয়াকুশিয়াতে অনুষ্ঠিত ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে স্বর্ণ জয়ী আরচ্যারি দলকে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। সোমবার (১৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ চ্যামেলীতে অভ্যর্থনা জানানো হয় তাদের।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বিকেএসপি’র মোঃ হাকিম আহমেদ রুবেল ও রাদিয়া আক্তার শাপলা জুটি রিকার্ভ মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জেতেন।

শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে বিকেএসপির  মোঃ আবু সুফিয়ান ১০ মিটার এয়ার রাইফেলে (একক) রৌপ্যপদক লাভ করেন। প্রতিযোগিতায় আরমেনিয়া স্বর্ণ ও রাশিয়া ব্রোঞ্জ পদক লাভ করে। এ তিনজনই সোমবার (১৮ জুলাই) দেশে ফেরেন।

বাংলাদেশের আরচ্যার জুটি স্বাগতিক রাশিয়াকে ৫-১ সেট পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ৬-০ সেট পয়েন্টে, শেষ আটে রাশিয়াকে ৬-২ সেট পয়েন্টে এবং সেমিফাইনালে দি ইস্টার্ন ফেডারেল স্টেটকে ৫-১ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান বিকেএসপি পরিবারের পক্ষ থেকে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ী নবীণ এ খেলোয়াড়দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।