ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৯তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬ এর ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে।
ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
এছাড়া, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৭ জন খেলোয়াড়। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, এস,এম স্মরন ও মোঃ শরীফ হোসেন, উতেন, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের মোঃ মাসুম হোসেন এবং অগ্রণী ব্যাংক দাবা দলের গিয়াস উদ্দিন মিঠু।
সাড়ে চার পয়েন্ট নিয়ে এদের পরেই রয়েছেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, তিতস ক্লাবের শফিক আহমেদ, নেবুলা চেস ক্লাবের ফয়সাল হোসেন, শেখ রাশেদুল হাসান, নিউ নেশন চেস ক্লাবের জাবের আল হামিদ ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদের এবি বাপ্পী।
সোমবার (১৮ জুলাই) দাবা কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া ফিদে মাস্টার ইমনকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল ফিদে মাস্টার পরাগকে, সিয়াম মোহাম্মদ মানিককে, মিঠু সাইফুল ইসলাম চৌধুরীকে, সোহেল মোঃ শরীয়তউল্লাহকে, স্মরন আনিসুজ্জামান মল্লিককে, মাসুম দেওয়ান শহিদুল আমিনকে, রাশেদুল ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, ফয়সাল দেলোয়ার হোসেনকে, শফিক মোঃ জাকারিয়াকে ও বাপ্পি মাহতাবউদ্দিন আহমেদকে পরাজিত করেন। উতেন শরীফের সাথে, জাবের আফজাল হোসেন সাচ্চুর সাথে এবং মোঃ মুজিবুর রহমান মোঃ আবজিদ রহমানের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৬
এমআরপি