ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় জিয়ার শীর্ষস্থান অক্ষুন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আন্তর্জাতিক রেটিং দাবায় জিয়ার শীর্ষস্থান অক্ষুন্ন

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৯তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬ এর সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

 

সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পূর্ণ সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।

ছয় পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর এস,এম স্মরন ও মোঃ শরীফ হোসেন এবং অগ্রণী ব্যাংক দাবা দলের গিয়াস উদ্দিন মিঠু মিলিতভঅবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এছাড়া, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও তিতস ক্লাবের শফিক আহমেদ তৃতীয় স্থানে রয়েছেন।

দাবা কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া আন্তর্জাতিক মাস্টার শাকিলকে, শরীফ ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, সোহেল মোঃ মাসুম হোসেনকে, স্মরন উতেনকে, মিঠু ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদে মাস্টার ইমন এ বি বাপ্পীকে ও শফিক ফয়সাল হোসেনকে পরাজিত করেন। জাবের আল হামিদ শেখ রাশেদুল হাসানের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।