ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৯তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬’তে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
জিয়া ৯ খেলায় পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন।
এছাড়া, সাত পয়েন্ট অর্জন করেন ৫জন খেলায়াড় টাই-ব্রেকিং পদ্ধতিতে ভিন্ন স্থান অর্জন করেন। এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোঃ শরীফ হোসেন তৃতীয়, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর এস,এম, স্মরন পঞ্চম, সোনারগাঁও চেস ক্লাবের মোঃ শরীয়ত উল্লাহ ষষ্ঠ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোঃ মাসুম হোসেন সপ্তম স্থান লাভ করেন।
সাড়ে ছয় পয়েন্ট নিয়ে অষ্টম হতে দ্বাদশ স্থান লাভ করেন যথাক্রমেঃ শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, তিতাস ক্লাবের শফিক আহমেদ, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, সোনালী ব্যাংকের মোঃ আবজিদ রহমান ও শিশু একাডেমির দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) খেলা শেষে বিকালে একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সভাপতি জনাব মোহাম্মদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব কাজী মাহমুদ করিম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি জনাব কে এম শহিদউল্যা।
লিওনাইন চেস ক্লাবের নির্বাহী সদস্য জনাব সালাউদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিওনাইন চেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর হোসেন জিম্মু এবং প্রতিযোগিতার প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ।
শেষ রাউন্ডের খেলায় জিয়া শরীফকে, শাকিল রাশেদুলকে, মাসুম সিয়ামকে, শরীয়ত উতেনকে, স্মরন গিয়াসউদ্দিন মিঠুকে, দেলোয়ার ফিরোজকে, শফিক শিপলুকে পরাজিত করেন। সোহেল ইমনের সাথে ড্র করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৩৯জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি