ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

সোমবার শুরু ৮ম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
সোমবার শুরু ৮ম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৫ জুলাই (সোমবার) থেকে শুরু হচ্ছে ৮ম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ-২০১৬। এবারের আসরের পৃষ্ঠপোষকতা করছে গ্রামীনফোন লিমিটেড।

আগামী ২৫ থেকে ২৮ জুলাই টঙ্গীস্থ আরচ্যারি প্রশিক্ষণকেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

 

জাতীয় চ্যাম্পিয়নশিপে সারাদেশ থেকে বিভিন্ন জেলা, সার্ভিসেস, সংস্থা ও ক্লাব থেকে ট্রেডিশনাল ডিভিশন, রিকার্ভ ডিভিশন ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫৪টি দলের ৩২৭ জন আরচ্যার। ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে লড়বে এসব আরচ্যাররা।

চ্যাম্পিয়নশিপ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে আরচ্যারি ফেডারেশন। এতে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি মো: আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও মাঠ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রশিদুজ্জামান সেরনিয়াবাত।

সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এবারের জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আমরা বড় পরিসরে আয়োজন করছি। আশা করি এর মাধ্যমে ভালোমানের আরচ্যার আমরা খুঁজে পাব। আমাদের আরচ্যাররা অলিম্পিকের মতো বিশ্ব আসরে খেলতে যাচ্ছে। এর মাধ্যমে আরচ্যারি ইভেন্ট আমাদের দেশে আরও বেশি পরিচিতি পাবে। ’

আগামী সোমবার (২৫ জুলাই) শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনীর পর শুরু হবে প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও এমপি জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।