ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে ভারতের রাহুল শ্রীবাস্তব ও ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে বাংলাদেশের খুদে জাদুকর ফাহাদ।
পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আরিয়ান রঞ্জনকে পরাজিত করেন।
১৩টি দেশের ১১১জন অনুর্ধ্ব-১৪ বছর বয়সী দাবা খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি