ঢাকা: মীর ইন্ডাস্ট্রিজের ব্রান্ড এম্বাসেডর হলেন গলফার সাখাওয়াত হোসেন। আগামী ১ বছরের জন্য এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন তিনি।
শনিবার (জুলাই ২৩) রাজধনীর ধানমণ্ডির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মীর ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সোহেলা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই-জাহীর, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ফজলে সোবহান, মীর রিয়েল ইস্টেটের সিইও শরিফ হোসেন ভূঁইয়া, মার্কেটিং প্রধান ফেরদৌসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রান্ড ম্যানেজার শাহেদ পারভেজ।
অনুষ্ঠানে মীর ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সোহেলা হোসেন বলেন, প্রাণ ছাড়া যেমন শরীর চলে না। তেমনি খেলাধুলা ছাড়াও জীবন অচল। তাই গলফ খেলাকে এগিয়ে নিয়ে দেশের সুনাম অর্জনের লক্ষ্যেই এই প্রতিভাবান এই তরুণকে মীর ইন্ডাস্ট্রিজের ব্রান্ড এম্বাসেডর হিসেবে নেওয়া হয়েছে। আশা করছি, তিনি গলফ খেলে দেশের সুনাম বয়ে আনবেন। মীর ইন্ডাস্ট্রিজের সম্মান বাড়াবেন।
সাখাওয়াত হোসেন বলেন, গলফ ব্যয় বহুল খেলা। তাই ইচ্ছা থাকা সত্বেও অনেকেই এ খেলা অংশ নিতে পারেন না। কিন্তু মীর ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় আশার করছি আমি আমার স্বপ্নপূরণ করতে পারবে। আগামী বছরের সিদ্দিকুরের জায়গায় খেলবো।
তিনি বলেন, চলতি বছরের চারটি র্টুনামেন্টে আমি ইন্দোনেশিয়ার অংশ নেন। তবে আগামী বছর ২০১৭ সালে সব কয়টি খেলা অংশ নিয়ে দেশের সম্মান বয়ে আনবো। শাখাওয়াত হোসেন এই পর্যন্ত বিশ্বের ৩০টি দেশের মোট ৮০টি র্টুনামেন্ট খেলেছেন।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমএফআই/ওএইচ/