ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ডোপ কেলেঙ্কারিতে আরও ৪৫ অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ডোপ কেলেঙ্কারিতে আরও ৪৫ অ্যাথলেট ছবি:সংগৃহীত

ঢাকা: অলিম্পিকের সঙ্গে ডোপ পাপীদের যোগসূত্র বাড়ছেই। বেইজিং ও লন্ডন গত দু’বারের অলিম্পিকে নেওয়া স্যাম্পল নতুন করে পরীক্ষা করার পরে ধরা পড়লেন আরও ৪৫ জন অ্যাথলেট।

যাদের ২৩ জন পদকজয়ী!

এমন ঘোষণা আসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) থেকে। বেইজিং এবং লন্ডন অলিম্পিকের স্যাম্পল নতুন করে পরীক্ষা হওয়ার পর থেকে এই নিয়ে ধরা পড়লেন মোট ৯৮ জন অ্যাথলেট। নতুন ৪৫ জনের মধ্যে ৩০ জন বেইজিংয়ের। বাকি ১৫ জন লন্ডনে নিষিদ্ধ ডোপ নেন। যদিও অ্যাথলেটদের নাম বা তারা কোন দেশের, সে সব কিছু জানায়নি আইওসি।

আইওসি অ্যাথলেটদের স্যাম্পল দশ বছর সুরক্ষিত রাখে। যাতে ডোপ পরীক্ষার পদ্ধতি আরও উন্নত হলে নতুন করে সে সব স্যাম্পলের পরীক্ষা করা যেতে পারে। যার জন্য তখনকার মতো পার পেয়ে গেলেও বহু বছর পরেও ধরা পড়ে যান ডোপ করা অ্যাথলেটরা।

এ বার নতুন পরীক্ষার লক্ষ্যে ছিলেন সে সব অ্যাথলেটরা যারা রিও গেমসে নামতে চলেছেন। যাদের মধ্যে রয়েছেন পদকজয়ীরাও। আইওসির ঘোষণায় বলা হয়, ‘ডোপ পরীক্ষায় ধরা পড়া কোনো অ্যাথলেটই রিও’তে নামতে পারবেন না। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।