ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬’ রোববার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু কয়েছে। তবে, উদ্বোধনের আগেই মাঠে গড়ায় তিনটি ম্যাচ।
তিন ম্যাচ শেষে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গা, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট আয়োজিত না হলে জানতেই পারতাম না ক্রীড়া সাংবাদিকরা খেলাধুলায় এতটা দক্ষ। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমার মন্ত্রনালয় থেকে এ ধরনের টুর্নামেন্টে আর্থিক সহায়তা দেয়া যায় কিনা, সেটি আমি দেখবো। ’
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, ‘সন্তানদের বেশি চাপ না দিয়ে মানুষের সঙ্গে মেশার সুযোগ করে দিতে হবে। তাহলে তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। আমাদের দেশের মোস্তাফিজুর রহমান আজ সারা বিশ্ব থেকে প্রশংসা কুড়াচ্ছে। যার যে প্রতিভা আছে সেটি মেলে ধরতে হবে। তাহলে দেশও এগিয়ে যাবে। ’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পাঁচদিন ব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪টি মিডিয়া হাউজ। প্রথম দিন অনুষ্ঠিত হবে মোট সাতটি ম্যাচ।
ডিআরইউ’র আয়োজনে এবারই প্রথমবারের মতো হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজিত হলো। ফাইনালের মধ্যদিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে ২৮ জুলাই।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এসকে/এমআরপি