ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ডিআরইউ’র হ্যান্ডবলে প্রথম দিন গড়ালো সাতটি ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ডিআরইউ’র হ্যান্ডবলে প্রথম দিন গড়ালো সাতটি ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬’ রোববার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। পাঁচ দিনব্যপী এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের সাতটি ম্যাচ মাঠে গড়ায়।

নকআউট পর্বের ম্যাচে নিজ নিজ খেলায় জয় পায় এটিএন নিউজ, ইনকিলাব, বাংলামেইল, ইত্তেফাক, জিটিভি, যমুনা টিভি ও আরটিভি।

প্রথম রাউন্ডের শেষ পাঁচটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দীপ্ত টিভি খেলবে আমাদের সময়ের বিপক্ষে। অপর ম্যাচগুলোতে মানবজমিন-বিএসএন, এটিএন বাংলা-ইউএনবি, ভোরের কাগজ-বাংলাভিশন, জনকন্ঠ-দৈনিক সংগ্রাম প্রতিদ্বন্দ্বিতা করবে।

নকআউট পর্বের খেলায় হারলেই বিদায় নিতে হবে দলগুলোকে।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গা এমপি। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো: মজিবুর রহমান, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড-এর হেড অব মার্কেটিং মো: আলী হাসান আলম ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো: রায়হান আহমেদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪টি মিডিয়া হাউজ।   ডিআরইউ’র আয়োজনে এবারই প্রথমবারের মতো হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজিত হলো।   ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে আগামী ২৮ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এসকে/এমআরপি
** মাঠে গড়ালো ডিআরইউ’র হ্যান্ডবল টুর্নামেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।