ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

দুবাইয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশের ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
দুবাইয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশের ফাহাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতা’। যেখানে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খুদে দাঁবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান।

ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার ফাহাদ ৬ খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ উজবেকিস্তানের আমবেটভ কাজীবেকের সাথে ড্র করেন। ভারতের রাহুল শ্রীবাস্ত ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন।

এর আগে ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে ভারতের রাহুল শ্রীবাস্তব ও ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন বাংলাদেশের খুদে জাদুকর ফাহাদ। পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আরিয়ান রঞ্জনকে পরাজিত করেছিলেন।

১৩টি দেশের ১১১জন অনুর্ধ্ব-১৪ বছর বয়সী দাবা খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।