ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

শর্তসাপেক্ষে অলিম্পিকে অংশ নেবে রাশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
শর্তসাপেক্ষে অলিম্পিকে অংশ নেবে রাশিয়া

ঢাকা: শর্তসাপেক্ষে অলিম্পিকে অংশ নিতে পারবে রাশিয়া। এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

আরও জানানো হয়, রাশিয়াকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়নি, ক্রীড়া ফেডারেশনগুলোর অনুমতি সাপেক্ষে রিও আসরে তাদের ক্রীড়াবিদরা অংশ নিতে পারবেন।

এর আগে দ্বিতীয় মেয়াদে ডোপ কেলেঙ্কারির দায়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। ফলে, আগামী ০৫ আগস্ট ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া রিও অলিম্পিকে রুশ অ্যাথলেটদের অংশ নেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে করা আপিল খারিজ হয়ে যাওয়ায় ৬৮ রুশ অ্যাথলেট রিও অলিম্পিকে অংশ নিতে পারছেন না বলেও সংবাদ প্রকাশ হয়। গত বৃহস্পতিবার (২১ জুলাই) সেই আপিল খারিজ করে দিয়ে নিষেধাজ্ঞা বহাল রাখে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

এর আগে ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক বয়কটের পর এই প্রথম অ্যাথলেটিকসে দেখা যাবে না রাশিয়াকে এমন শঙ্কায় ছিল বিশ্ব ক্রীড়ার ফেডারেশনগুলো।

রিওতে রুশ অ্যাথলেটিকসদের অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) সাহায্য করার অনুরোধ জানায় রাশিয়া অ্যাথলেটিকস ফেডারেশন।

গত বছরের নভেম্বরে বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, নিষিদ্ধ ড্রাগ গ্রহণে এগিয়ে রাশিয়া। এজন্য অ্যাথলেটদের সাহায্য করে দেশটির সরকার। সে মাসেই রাশিয়া অ্যাথলেটিকস ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে আইএএএফ। নিষেধাজ্ঞা তুলে নিতে আইএএএফ এর কাছে আবেদন করেছিল রাশিয়া অ্যাথলেটিকস ফেডারেশন। তবে পূর্বের নিষেধাজ্ঞাই বহাল রাখে আইএএএফ। বহাল থাকা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছিল রাশিয়া অ্যাথলেটিকস ফেডারেশন।
তাতেও কোনো কাজ হয়নি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল রাশিয়ান অলিম্পিক কমিটি ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৮ জন রাশিয়ান অ্যাথলেট। রিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৮ জন রাশিয়ান অ্যাথলেটের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।