ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন জয় পেয়েছে দীপ্ত টিভি, বাসস, এটিএন বাংলা, বাংলাভিশন ও জনকন্ঠ। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ প্রথম রাউন্ডের শেষ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে দীপ্ত টিভি ৩-১ গোলে আমাদের সময়কে হারায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ৩-২ গোলে মানবজমিনকে, তৃতীয় ম্যাচে এটিএন বাংলা ২-০ গোলে ইউএনবিকে, চতুর্থ ম্যাচে বাংলাভিশন ৫-১ গোলে ভোরের কাগজকে ও দিনের শেষ ম্যাচে জনকন্ঠ ৪-১ গোলে দৈনিক সংগ্রামকে হারিয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়।
পাঁচ দিনব্যপী এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল (২৪ জুলাই) প্রথম রাউন্ডের সাতটি ম্যাচ মাঠে গড়ায়। দ্বিতীয় পর্ব নিশ্চিত করে এটিএন নিউজ, ইনকিলাব, বাংলামেইল, ইত্তেফাক, জিটিভি, যমুনা টিভি ও আরটিভি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের (নকআউট) ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামীকালের খেলা:
১. দীপ্ত টিভি বনাম জনকন্ঠ (সকাল ৯টা)
২. ইত্তেফাক বনাম যমুনা টিভি (সকাল ৯.৩০টা),
৩. এটিএন নিউজ বনাম আরটিভি (সকাল ১০টা),
৪. বাংলামেইল বনাম বাসস (সকাল ১০.৩০টা),
৫. জিটিভি বনাম ইনকিলাব (সকাল ১১টা)
৬. এটিএন বাংলা বনাম বাংলাভিশন (সকাল ১১.৩০টা)
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৬
এসকে/এমআরপি