ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

দুবাইয়ে শীর্ষে বাংলাদেশের ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
দুবাইয়ে শীর্ষে বাংলাদেশের ফাহাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খুদে দাঁবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান।

আর চমক দেখিয়েই চলেছেন বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।

চলমান আসরে সপ্তম রাউন্ড শেষে শীর্ষে উঠে এসেছেন ফাহাদ।

মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করা ফাহাদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন।

মোট নয় রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রীবাস্তবকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান দখল করেন।

দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। ১০ হাজার ডলার মূল্যমানের এ টুর্নামেন্টে ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

এর আগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার ফাহাদ ৬ খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ উজবেকিস্তানের আমবেটভ কাজীবেকের সাথে ড্র করেন। সে সময় ভারতের রাহুল শ্রীবাস্তব ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন।

তারও আগে ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে ভারতের রাহুল শ্রীবাস্তব ও ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন বাংলাদেশের খুদে জাদুকর ফাহাদ। পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আরিয়ান রঞ্জনকে পরাজিত করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।