বরগুনা: “সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ” বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাতারু অন্বেষণ প্রতিযোগিতায় বরগুনায় ১১ সাতারুকে বাছাই করা হয়েছে।
মঙ্গলবার(২৬ জুলাই) দুপুর ১২টায় বরগুনা জেলা স্টেডিয়ামের সুইমিং পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ১১৪জন সাতারুর মধ্যে ১১জন সাতারুকে বাছাই করা হয়। পরবর্তীতে এরা জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।
উদ্বোধনী পর্বে বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার এস. এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এ প্রতিযোগিতার আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
পিসি/