ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেন খুদে দাঁবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান।
মোট নয় রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে ফাহাদ অর্জন করেন মোট ৮ পয়েন্ট। সাতটি জয়ের সাথে তার ছিল দুটি ড্র। বাংলাদেশের ফাহাদকে হারাতে পারেনি কেউ। ফলে, অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি।
চ্যাম্পিয়ন হওয়া ফাহাদ পাবেন ২ হাজার ইউএস ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা) ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ। এছাড়াও একটি সোনার পদক পাবেন তিনি।
মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করা ফাহাদ নবম বা শেষ রাউন্ড শেষে শীর্ষেই থাকেন। শেষ রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের আল হোসানি ওমরান। হোসানি ওমরানকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেন ফাহাদ। আর রানার্সআপ হওয়া ভারতের শ্রীবাস্তবের পয়েন্ট সাড়ে ৭।
তবে, অষ্টম রাউন্ডে ড্র করেন এই ফিদে মাস্টার। শেষ রাউন্ডের আগে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন ফাহাদ। সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রীবাস্তবকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান পুনোরোদ্ধার করেন।
দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। ১০ হাজার ডলার মূল্যমানের এ টুর্নামেন্টে ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
এর আগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার ফাহাদ ৬ খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ উজবেকিস্তানের আমবেটভ কাজীবেকের সাথে ড্র করেন। সে সময় ভারতের রাহুল শ্রীবাস্তব ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন।
তারও আগে ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে ভারতের রাহুল শ্রীবাস্তব ও ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন বাংলাদেশের খুদে জাদুকর ফাহাদ। পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আরিয়ান রঞ্জনকে পরাজিত করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এমআরপি