ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬’ এর সেমিফাইনালে উঠেছে জিটিভি, যমুনা টিভি, আরটিভি ও বাংলাভিশন।
টুর্নামেন্টের চতুর্থ দিনে আজ ২৭ জুলাই বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সুপার সিক্সে’র (লিগ পদ্ধতিতে) ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে যমুনা টিভি ৭-১ গোলে দীপ্ত টিভিকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সুশান্ত সিনহা।
দ্বিতীয় ম্যাচে আরটিভি ২-০ গোলে বাসসকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন আরটিভির গোলরক্ষক আপেল শাহরিয়ার। পরের ম্যাচে জিটিভি ৯-২ গোলে যমুনা টিভিকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। চতুর্থ ম্যাচে বাংলাভিশন ৬-৩ গোলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মাহফুজুর রহমান।
পঞ্চম ম্যাচে গাজী টিভি ৭-১ গোলে দীপ্ত টিভিকে পরাজিত করে, এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের আল আমিন সবুজ। দিনের শেষ ম্যাচে আরটিভি ৪-২ গোলে বাংলাভিশনকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন আরটিভির রকিব মানিক।
লিগ পদ্ধতির খেলা শেষে জিটিভি ও আরটিভি গ্রুপ চ্যাম্পিয়ন এবং যমুনা টিভি ও বাংলাভিশন রানার্স আপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
আজকের বিভিন্ন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো: ইয়াহিয়া, পৃষ্ঠপোষক প্রাণ ফুডসের অ্যাসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার তৌহিদুজ্জামান, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক তারিকুজ্জামান নান্নু, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও খালেকুজ্জামান স্বপন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল এবং ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আগামীকাল ২৮ জুলাই বৃহস্পতিবার একই ভেন্যুতে সমাপনী দিনে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল খেলবে জিটিভি বনাম বাংলাভিশন (সকাল ১০টা), দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আরটিভি বনাম যমুনা টিভি (সকাল ১০.৪৫টা)।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বেলা ১২টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৬
এসকে/এমএমএস