ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ডিআরইউ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জিটিভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ডিআরইউ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জিটিভি

ঢাকা: ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে জিটিভি। ফাইনালে জিটিভি পরাজিত করে যমুনা টিভিকে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১২-২ গোলের বড় ব্যবধানে হারে যমুনা টিভি।

ফাইনাল সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। মোট ৩৭টি গোল করে এই আসরে সকলকে টপকে যান তিনি।

প্রথম সেমিফাইনালে জিটিভি ৬-২ গোলে বাংলাভিশনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টিভি ২-১ গোলে আরটিভিকে পরাজিত করে ফাইনালে ওঠে।

প্রধান অতিথি হিসেবে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল এবং পৃষ্ঠপোষক প্রাণ ফুডসের অ্যাসিসট্যান্ট ব্রান্ড ম্যানেজার মো: রায়হান আহমেদ ও  অ্যাসিসট্যান্ট অপারেশন ম্যানেজার মো: রফিকুল ইসলাম।

চ্যাম্পিয়ন দল ট্রফি ও পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স-আপ দল ট্রফি ও পনের হাজার টাকা প্রাইজ মানি পায়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।