ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আব্দুল্লাহেল বাকিকে দিয়ে যাত্রা শুরু অলিম্পিকের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
আব্দুল্লাহেল বাকিকে দিয়ে যাত্রা শুরু অলিম্পিকের ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ০৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস-২০১৬। ব্রাজিল অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের সাত অ্যাথলেট।

এবারের ব্রাজিল মিশনে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে যাচ্ছেন শ্যুটার আব্দুল্লাহেল বাকি। রোববার (৩১ জুলাই) রাতে তিনি ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

রোববার বাকিকে দিয়ে যাত্রা শুরু হলেও আগামী ০২ আগস্ট পর্যন্ত বাংলাদেশের অ্যাথলেটরা ব্রাজিলে যাবেন। তাদের সঙ্গে আরো ১৭ জন কর্মকর্তাও যাবেন। তাই সব মিলিয়ে মোট ২৪ সদস্যের বাংলাদেশ দল ব্রাজিলে যাওয়ার কথা রয়েছে।

যোগ্যতা দেখিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিক আসরে নাম লেখান দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বাকি ছয়জনই যাচ্ছেন ‘ওয়াইল্ড কার্ড’ পেয়ে। এবারই প্রথম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অ্যাথলেট অলিম্পিকে যাচ্ছেন। অলিম্পিক গেমসকে ঘিরে তাই স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের।

আগে পাঁচজন অ্যাথলেট যাওয়ার কথা থাকলেও রিও ডি জেনেইরোর অলিম্পিকে খেলার জন্য সবশেষ ওয়াইল্ড কার্ড পান বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার।

তাই, সিদ্দিকুর ছাড়াও অলিম্পিক মঞ্চে যাচ্ছেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা, শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আব্দুল্লাহেল বাকি, আরচ্যারিতে শ্যামলী রায় আর স্প্রিন্টার মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।

অলিম্পিকের মঞ্চে পদকের লড়াইয়ে পাঁচ ডিসিপ্লিনে লাল-সবুজের পতাকা উড়াবেন এই সাত অ্যাথলেট। বাংলাদেশের পতাকা বহনের দায়িত্ব পেয়েছেন গলফার সিদ্দিকুর।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।