ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

কমনওয়েলথ দাবায় শীর্ষে বাংলাদেশের শাকিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
কমনওয়েলথ দাবায় শীর্ষে বাংলাদেশের শাকিল

ঢাকা: শ্রীলঙ্কার ওয়াসকাদুভা শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল দুই খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ৩৮ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সোমবার (০১ আগস্ট) দ্বিতীয় রাউন্ডের খেলায় শাকিল লঙ্কান ফারনান্দো মারলোনকে পরাজিত করেন।

এর আগে রোববার প্রথম রাউন্ডে শাকিল শ্রীলঙ্কার আরেক প্রতিযোগি আবেসিংহে জানানদানিকে পরাজিত করেন।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি শাকিলকে এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা করেছে। কমনওয়েলথভূক্ত ১০টি দেশের ৯জন গ্র্যান্ড মাস্টার, ২জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৬জন আন্তর্জাতিক মাস্টার ও ৪জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৮৫জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।