ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

টোকিও অলিম্পিকে নতুন পাঁচ ইভেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
টোকিও অলিম্পিকে নতুন পাঁচ ইভেন্ট ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকের পর ২০২০ সালে জাপানে বসবে টোকিও অলিম্পিক। আর সে আসরে নতুন করে আরও পাঁচটি ইভেন্ট যোগ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।

 

নতুন এ ইভেন্টগুলোতে থাকছে বেসবল, কারাতে, স্কেটবোর্ড, স্পোর্টস ক্লাইম্বিং ও সার্ফিং। রিও’র ১২৯তম আসরের আগে বৃহস্পতিবার (০৪ আগস্ট) এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই বছর আগেই এই ইভেন্টগুলোর ব্যাপারে আইওসি আলোচনা করেছিল। ভোটের মাধ্যমে নিশ্চিত করা হয়, আসরটিকে আরও জনপ্রিয়, নমনীয় ও যুব-বান্ধব করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিও আসরে মোট ৪১টি ইভেন্ট রয়েছে। আগামীকাল (০৫ আগস্ট) আসরটির পর্দা উঠছে।

এর আগে ভোটাভুটির মাধ্যমে তুরস্কের ইস্তানবুলকে হারিয়ে ২০২০ অলিম্পিক আয়োজনের দায়িত্ব পায় টোকিও। সর্বশেষ জাপান ১৯৬৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল। আর এশিয়ার কোনো দেশ হিসেবে জাপানই দ্বিতীয়বার অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেল।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।