ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

যশোরের ইয়েস কার্ড পেলো ২৯ সাঁতারু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
যশোরের ইয়েস কার্ড পেলো ২৯ সাঁতারু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-১৬’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যশোর থেকে ২৯ সাঁতারুকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিনব্যাপী যশোর কালেক্টরেট পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাছাই পর্বে জেলার ৮টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ২৪ জন মেয়ে সাঁতারুসহ ১৬৮ জন অংশ নেয়। পরে বয়স ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে ১৬ জন ছেলে ও ১৩ জন মেয়েকে নির্বাচন করা হয়।

প্রতিযোগিতা শেষে ইয়েস কার্ড পাওয়া বিজয়ী ২৯ সাঁতারুর প্রত্যেককে প্রাইজমানি, মেডেল, টি-শার্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, নৌ বাহিনীর কমান্ডার ও বাছাই কমিটির প্রধান সমন্বয়ক এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক ও লে. কমান্ডার এম নাহিদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সাঁতার ফেডারেশন ও নৌ বাহিনীর যৌথ উদ্যেগে সারাদেশ থেকে ইয়েস কার্ডধারীদের পরে ঢাকায় নিয়ে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।