ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রয়াত ধারাভাষ্যকারদের স্মৃতিচারণ করবে কমেন্টেটরস ফোরাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
প্রয়াত ধারাভাষ্যকারদের স্মৃতিচারণ করবে কমেন্টেটরস ফোরাম

ঢাকা: বাংলা ক্রীড়া ধারাভাষ্যের সূচণা যাদের হাত ধরে তাদের কেউই আজ বেঁচে নেই। একে একে পরপারে চলে গেছেন বদরুল হুদা চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, তৌফিক আজিজ খান, নূর আহমেদ, আতাউল হক মল্লিক, খোদা বক্স মৃধা, আব্দুল হামিদ, মোহাম্মদ মুসা ও মঞ্জুর হাসান মিন্টু।

 

খ্যাতিমান এই নয়জন কণ্ঠের জাদুকরকে স্মরণ করবে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম। আগামীকাল (৬ আগস্ট) বিকেল চারটায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে স্মরণসভার আয়োজন করেছে বাংলা ক্রীড়া ধারাভাষ্যকারদের সংগঠনটি।

১৯৬৫ সালে ঢাকা থেকে বেতারে ধারাবর্ননার শুরু থেকেই জনপ্রিয়তা পেতে থাকেন ধারাভাষ্যকাররা। খ্যাতিমান ধারাভাষ্যকারদের মধ্যে বর্তমানে বেতার ও টেলিভিশনে ধারাভাষ্য চালিয়ে যাচ্ছেন আলফাজ উদ্দিন আহমেদ ও চৌধুরী জাফরুল্লাহ শারাফাত।

এ দু’জনই এখন বাংলা ধারাভাষ্যের দিকপাল হয়ে আছেন। ক্রীড়ার স্বার্থে ভালোমানের ধারাভাষ্যকার তুলে আনা, সরকারেরর পক্ষ থেকে ধারাভাষ্যকারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারেও আলোকপাত করা হবে সভায়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।