ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন।



আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ কমিটির আহবায়ক প্রফেসর জেহাদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলএমএ অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক (অ দা) রোমান আকন, সহকারী পরিচালক আবু হানিফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না এটি মন ও মানসিকতার উন্নতি সাধন করে। তিনি আরো বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় কার্যকর ভুমিকা পালন করতে পারে। উদ্বোধনী খেলায় কৃষি অনুষদ ও এনএফএস অনুষদ প্রতিদ্বন্দ্বিতা করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা খেলা উপভোগ করেন।    

বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।