ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ময়মনসিংহে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ময়মনসিংহে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে তৃণমূল পর্যায় থেকে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নুরে আলম ও মো. নেওয়াজ এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য মো. মকবুল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রশিক্ষণে ১২০ জন খুদে খেলোয়াড় অংশ নেয়।

মো. হারুন-অর-রশিদ বলেন, হ্যান্ডবল আমাদের দেশের জনপ্রিয় খেলা। এ খেলাকে জেলা, উপজেলা ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে ভালো খেলোয়াড়ের আত্মপ্রকাশ ঘটানোর জন্যই ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমএএএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।