ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

টিকে রইলো সংবাদ, এসএ টিভির বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
টিকে রইলো সংবাদ, এসএ টিভির বিদায়

সিলেট: মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে হেরে বিদায় নিয়েছে এসএ টিভি।
 
বুধবার (১০ আগস্ট) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দৈনিক সংবাদের মুখোমুখি হয়ে তারা ১-০ গোলে পরাজিত হয়।

ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে।
 
এদিকে, প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে দৈনিক সংবাদ।

বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে দুই দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেওয়া হয় দৈনিক সংবাদের কামরুলের হাতে।

সংবাদের সামনে সেমিফাইনালে যাওয়ার পথে এখন বাধা দৈনিক উত্তরপূর্ব। অন্যদিকে চ্যানেল এসের সঙ্গে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে এসএটিভি।

অপরদিকে, বৃহস্পতিবার টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে যমুনা টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেট। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫ টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এনইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।