ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ভিআইপি গ্যালারির দৈন্যদশা

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
ভিআইপি গ্যালারির দৈন্যদশা ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ভিআইপি গ্যালারির স্তরে স্তরে বসানো হয়েছে প্লাস্টিকের চেয়ার। মাথার ওপরে দেওয়া হয়েছে বড় আকারের সামিয়ানা।

এর ফাঁক গলে শরীরে এসে পড়ে রোদের তেজ।

নেই সিলিং ফ্যানের ব্যবস্থাও। অসহনীয় গরম থেকে রক্ষা পেতে অনেকেই ভিআইপি এ গ্যালারিতে হাতে করে নিয়ে আসেন ছাতা।

সামিয়ানার ভার রক্ষায় হেলানো বাঁশগুলোর কারণে আবার স্পষ্ট করে দেখা যায় না মাঠের পশ্চিম প্রান্ত। সাধারণ গ্যালারির সঙ্গে এ গ্যালারি ভাগও করা হয়েছে টিন আর বাঁশ দিয়ে।

দৈন্যতার এসব চিত্র ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ময়মনসিংহ পর্বের খেলা চলাকালে ভিআইপি গ্যালারি ঘুরে দেখা গেছে এমন করুণ অবস্থা।

স্টেডিয়ামের চেহারা ও মাঠের অবস্থা সুদৃশ্য হলেও সাধারণ কিংবা ভিআইপি গ্যালারিতে নেই আধুনিকতার ছাপ।

কয়েকজন দর্শক জানান, বৃষ্টি হলে ভিআইপি গ্যালারিতে টিপ টিপ পানি পড়ে।

ঘরোয়া ফুটবলের চলতি এ আসরে সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। আর ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা।

সদর উপজেলার বয়োবৃদ্ধ ফুটবলপ্রেমী শাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, ‘এতো বড় একটি টুর্নামেন্ট আয়োজনের আগে ভিআইপি গ্যালারি আধুনিকায়নের দরকার ছিল। কিন্তু জেলা ক্রীড়া সংস্থা বা আয়োজকরা সেদিকে নজর দেননি’।

ময়মনসিংহ নগরীর মুমিনুন্নিসা কলেজের শিক্ষক ড. শিব্বির আহম্মেদের সঙ্গে খেলা দেখতে এসেছেন কলেজটির বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থী প্রাপ্তি ও রাফি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘আগে তো খেলাই হতো না ময়মনসিংহে। এবার হচ্ছে, এটিই আমাদের বড় প্রাপ্তি। সামনের আসরের আগে ভিআইপি গ্যালারিটির আধুনিকায়ন হবে এ প্রত্যাশা আমাদের’।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।