ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশে প্রথমবার নারীদের ম্যারাথন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
বাংলাদেশে প্রথমবার নারীদের ম্যারাথন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের নিয়ে হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে এভারেস্ট একাডেমি ঢাকা উইমেন'স ম্যারাথন ২০১৬ এই আয়োজন করে।

প্রায় তিন শতাধিক নারী প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।

১০ কিলোমিটার এই ম্যারাথন দৌড়ে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ কয়েকশ পেশাজীবী অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া ম্যারাথনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরেফিন সিদ্দিক বলেন, ‘আজকের এ ম্যারাথনে অংশগ্রহণ করার মাধ্যমে দায়িত্ব শেষ নয় বরং শুরু হয়েছে। প্রতিদিনই শারীরিক সুস্থতার জন্য এই অনুশীলন চালিয়ে যাবে। কারণ, দৈনন্দিন চর্চা করলেই সুস্থ থাকা সম্ভব।

আরও উপস্থিত ছিলেন পর্বতারোহী মুসা ইব্রাহিম। তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে এই আয়োজন শুরু হয় সকাল ৯টায়। ১০ কি.মি.’র জন্য সময় বরাদ্দ রাখা হয় ১ ঘণ্টা ২৫ মিনিট। ম্যারাথনে অর্থ পুরস্কারের স্পন্সর হিসেবে ছিল অ্যাকশন এইড বাংলাদেশ।

চার শতাধিক স্বেচ্ছাসেবক এই ম্যারাথনে সহযোগিতা করেন। প্রতিযোগিদের নিরাপত্তায় ছিল দুটি অ্যাম্বুলেন্স, দুটি প্যারামেডিক ও মেডিকেল টিম। ম্যারাথন চলাকালীন পুরো রুটে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় সার্বিক নিরাপত্তায় র‌্যাব এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করে।

১০ কিলোমিটারের এই ম্যারাথন শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

ঢাকা উইমেন’স ম্যারাথনে প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ পুরস্কার, প্রথম একশ জনকে মেডেল এবং সকল ম্যারাথন সম্পন্নকারীকে সনদ প্রদান করা হবে বলে আয়োজক কমিটি থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।