ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সিলেটে তারকা ফুটবলারদের প্রীতি ম্যাচ শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
সিলেটে তারকা ফুটবলারদের প্রীতি ম্যাচ শনিবার

সিলেট: সাবেক ও বর্তমান তারকা ফুটবলারদের নিয়ে সিলেটে নব গঠিত ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজন করেছে দু'টি প্রীতি ফুটবল ম্যাচ।

চারটি দলে বিভক্ত হয়ে মাঠে লড়াইয়ে নামবেন সিলেটের সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা।

শনিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু জানান, প্রীতি ম্যাচ শেষে বিকেল পাঁচটায় ফাইনাল খেলার মধ্য দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটবে।

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তারা এরই মধ্যে চারটি দল তৈরি করেছেন।

দলগুলো হলো- লাল, নীল, সবুজ ও হলুদ।

লাল দলের খেলোয়াড়রা হলেন, সুহেল আহমেদ (গোল কিপার), রাশেদ আহমেদ সুমন, মুরশেদ আহমেদ, বাবলু আহমেদ (আমুড়া), রাজা চৌধুরী (মধু শহীদ), মাইকেল রুমান (সদর), জাকারিয়া খান (দক্ষিণ সুরমা), সমুজ আহমেদ, লিমন আহমেদ, আল আমিন, সাকিল আহমেদ মুন্না, খালেদ আহমেদ (বিয়ানীবাজার, মনসুর আহমেদ, পলাশ আহমেদ, আজিজুর রহমান মিটন, মিসলু আহমেদ (দক্ষিণ সুরমা), রায়হান আহমেদ (লামাপাড়া), মানিক আহমেদ ও ফরহাদ আহমেদ (বিয়ানীবাজার)।

নীল দলের খেলোয়াড়দের তালিকায় আছেন, জাকারিয়া চৌধুরী শিপলু (গোলকিপার), সুজন আহমেদ,
জামিল আহমেদ (টাইগার), বাবলু আহমেদ (বিয়ানীবাজার),আজাদুর রাহমান চঞ্চল, রিপন আহমদ (মিনিখলা), জামাল আহমদ (বিয়ানীবাজার), সামাদ ইরানি, অপু চৌধুরী (দয়ামির), গুলজার আহমেদ (বিয়ানীবাজার), শাহিন আহমদ (টিলাগড়), নুনু আহমদ (বালাগঞ্জ), জসিম আহমেদ, টুটুল আহমেদ, সালাম আহমেদ, তাজুল আহমেদ, ইমরান আহমদ ও আদিল আহমেদ চৌধুরী (কানাইঘাট)।

সবুজ দলে আছেন, খালেদ আহমেদ (গোলকিপার), হামিদ আহমেদ, কামরুল হাসান, খান জুবেল, আতাউর (বড়), নাফিজ ইকবাল আঙ্গুর, সালাউদ্দিন রাজু, সাদ্দাম আহমেদ (বিয়ানীবাজার), তুহিন আহমেদ (ঢাকা দক্ষিণ), উমর গণি, কুকু (মেম্বার), রিপন আহমেদ (ঢাকা দক্ষিণ), মতিন আহমেদ, রাসেল আহমেদ, শরীফ আহমেদ (হরিপুর), সুফিয়ান আহমেদ, জুয়েল আহমেদ (গোলাপগঞ্জ) ও আমিন আহমেদ।

হলুদ দলের ফুটবলাররা হলেন, আজিজ রাহমান (গোলকিপার), সামছুল আহমেদ, সামসুল ইসলাম (টিলাগড়), জাহেদ আহমেদ, সেমল আহমেদ, লায়েক আহমেদ (ভাগনা), কামরুল
(ফেনি সাকার), নাঈম  আহমেদ, রুবেল আহমেদ নান্নু, মিন্টু আহমেদ (বিয়ানীবাজার), লায়েক আহমেদ, ইমরাজ আহমেদ (টিলাগড়), রাসেল আহমদ (বালাগঞ্জ), রফিক আহমেদ, আক্তার আহমেদ, জুয়েল আহমেদ, এনাম আহমেদ, রুমেল আহমেদ (মোগলাবাজার)।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এনইউ/এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।