ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নেত্রকোনায় ভারোত্তোলন প্রশিক্ষণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
নেত্রকোনায় ভারোত্তোলন প্রশিক্ষণের উদ্বোধন

নেত্রকোনা: প্রথমবারের মতো নেত্রকোনায় তৃণমূল পর্যায়ে সপ্তাহব্যাপী (অনূর্ধ্ব ১৬) ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।  

বুধবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী।

 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম সারোয়ার আলম রুকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর হায়দার ফকির, ফুটবলার আবু বক্কর সিদ্দিক ও জাতীয় প্রশিক্ষক একরামুল হক।  

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের উদ্যোগে সাতদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা। প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুকদের বাছাই শুরু হয়েছে বুধবার। বাছাই পর্ব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।