ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

রংপুরে সাঁতারু বাছাই প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
রংপুরে সাঁতারু বাছাই প্রতিযোগিতা শুরু

রংপুর: রংপুরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এর বাছাই প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে মহানগরীর ক্রিকেট গার্ডেনের পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

এ সময় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনারুল ইসলাম, সুইমিং ফেডারেশন নৌবাহিনীর এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক ও লে. কমান্ডার এম নাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাঁতার প্রতিযোগিতায় ১১ বছর থেকে ১৯ বছর বয়সী শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।