ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

সাব-জুনিয়র দাবায় শীর্ষে ২২ দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
সাব-জুনিয়র দাবায় শীর্ষে ২২ দাবাড়ু

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর  দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ২২জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মোঃ নাইম হক, আকিব জাওয়াদ, স্বর্নাভো চৌধুরী, ক্রিস্টোফার রায়, আসিফ করীম রাফি, দিবাকর দিব্য, তাহসিন তাজওয়ার জিয়া, মিরাজ উদ্দিন আহমেদ, জায়িফ মাহিন চৌধুরী, ওয়ালিজা আহমেদ, দানিয়েল মুরাদ, জান্নাতুল ফেরদৌস, প্রতিক ভৌমিক, রামিন আহমেদ, মোঃ রিসান, আয়শমান রায়ষাহরার সাদমান, সাদনান হাসান দিহান, নাফিমাল করীম, মুশফিকা জান্নাত সোওরী, নোশিন আঞ্জুম ও সুদীপ্ত সাগর নীল।

দ্বিতীয় রাউন্ডের খেলা মঙ্গলবার (২৩ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ অকুলকে, নাইম আহনাফকে, আকিব অমিতকে, স্বর্নাভো ফাহাদ আহমেদকে, দিবাকর অনিমকে, ক্রিস্টোফার জান্নাত-৩কে, রাফি সামীকে, তাহসিন অর্নবকে, মিরাজ ইরশাদকে, জায়িফ তানভীরকে, ওয়ালিজা লামিয়াকে, মুরাদ মোয়াজ্জেমকে, জান্নাতুল নন্দনকে, প্রতিক সাজেদকে, রামিন জারিনকে, রিসান সাদিয়াকে, আয়ুশমান সিমান্তকে, সাদনান সামিহাকে, নাফিমাল শ্রাবন্তিকে, সোওরী সানজিদাকে, নোশিন সৌমিত্রকে ও নীল ইশরাতকে পরাজিত করেন। অয়ন খুশীর সাথে ও জায়িফ জায়ানের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।