ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

চৌকস খুদে দাবাড়ু খুঁজছে ওয়ালটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
চৌকস খুদে দাবাড়ু খুঁজছে ওয়ালটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্কুল শিশুদের মধ্য থেকে চৌকস খুদে দাবাড়ু খুঁজে বের করতে বালিকা বিদ্যালয়ে ‘মার্চেল ট্যালেন্ট হান্ট স্কুল দাবা প্রশিক্ষণ-২০১৬’ শুরু করেছে ওয়ালটন গ্রুপ।

বুধবার (২৪ আগস্ট) ধানমন্ডির লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান ওয়ালটন গ্রুপের বিভাগীয় প্রধান (স্পোটর্স অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল হাবিব ডন।

তিনি বলেন, এ খুদে শিশুদের মধ্য থেকে আমরা চৌকস গ্র্যান্ড মাস্টার বের করতে চাই। সেজন্য ঢাকাসহ সারাদেশে বালিকা বিদ্যালয়ে ট্যালেন্ট হান্ট স্কুল দাবা প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

দিনব্যাপী প্রশিক্ষণে ৫ম, ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ৮০ জন শিশু অংশ নেয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে দাবা প্রশিক্ষণ হবে।

গোল্ডেন স্পোর্টস ক্লাবের আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ওয়ালটন গ্রুপের পৃষ্টপোষকতায় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারিক, কেএম শহীদ উল্যাহ, গোল্ডেন স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. সারওয়ার, লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আরইউ/জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।