ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জাতীয় সাব-জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জাতীয় সাব-জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

 

পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৮জন খেলোয়াড়।

এরা হলেনঃ সিরাজগঞ্জের মোঃ নাইম হক, চট্টগ্রামের আকিব জাওয়াদ, বরিশালের আসিফ হাসান অনিম, সেন্ট জুডস্ স্কুলের তাহসিন তাজওয়ার জিয়া, হযরত শাহ আলী স্কুলের মিরাজ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জের সাদনান হাসান দিহান, নরসিংদীর নোশিন আঞ্জুম ও সরকারী বিজ্ঞান স্কুল ও কলেজের অমিত বিক্রম রায়। সাড়ে চার পয়েন্ট নিয়ে মোঃ রিশান ও ইনকিয়াদ হোসেন অর্নব তৃতীয় স্থানে রয়েছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলা শনিবার (২৭ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ নাইমকে, আকিব মোঃ সাজিদুল হককে, অনিম দানিয়েলণ মুরাদকে, অমিত ক্রিস্টোফার রায়কে, তাহসিন নাফিম আল করীম, মিরাজ সাফওয়ানকে, রিশান ওয়ালিজাকে ও অর্নব রামিন আহমেদকে পরাজিত করেন। নোশিন দিহানের সাথে ড্র করেন।

এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর খেলা আগামী সোমবার (২৯ আগস্ট) থেকে দাবা কক্ষে শুরু হবে। অনূর্ধ্ব-২০ বয়সী বালক ও বালিকারা এ ইভেন্টে অংশহণ করতে পারবেন। এ চ্যাম্পিয়নশিপের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।