ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান বিচ গেমসে অংশ নেবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এশিয়ান বিচ গেমসে অংশ নেবে বাংলাদেশ

ঢাকা: আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের ডানাংয়ে অনুষ্ঠিত হবে ৫ম এশিয়ান বীচ গেমস-২০১৫। এ গেমসের পাঁচটি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।

ডিসিপ্লিনগুলো হলো বিচ হ্যান্ডবল, বিচ কাবাডি, বিচ অ্যাথলেটিক্স, ৩X৩ বাস্কেটবল ও বিচ ভলিবল।

পাঁচটি ডিসিপ্লিনে বাংলাদেশের ২৯ জন খেলোয়াড় অংশ নেবে।  

কাবাডি ও অ্যাথলেটিক্স দল আগামীকাল (২০ সেপ্টেম্বর) রাত ১১:৫৫ মিনিটে ঢাকা ছাড়বে। হ্যান্ডবল ও ভলিবল দল রওয়ানা হবে ২২ সেপ্টেম্বর। বাস্কেটবল দল ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়বে ২৩ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।