ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে ১২ দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে ১২ দাবাড়ু ছবি: সংগৃহীত

ঢাকা: এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে এলিগেন্ট ৩৬তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ।

প্রাথমিক পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১২জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শীর্ষে থাকাদের মাঝে আছেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, সামিহা শারমীন সিম্মী, মোছাম্মৎ ঝর্না বেগম, আফরিন জাহান মুনিয়া, জোহরাতুল জান্নাত জিসা, আহেলী সরকার, প্রতিভা তালুকদার, কিশোয়ারা সাজরীন ইভানা, ফারজানা হোসেন এ্যানি, সাবেকুন নাহার তনিমা ও নুশরাত জাহান নাফিসা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দাবা কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ইভা সুমাইয়া খন্দকারকে, জাকিয়া সৈয়দা ফাহমিদা মালেককে, সিম্মী জান্নাতুল ফেরদৌসকে, নাফিসা দিলারা জাহান নূপুরকে, প্রতিভা ঠাকুর জানিয়া সুলতানাকে, ইভানা জান্নাতুল মাওয়া মোউরীকে, এ্যানি সাদিয়া আফরিন সামিয়াকে, মুনিয়া মুশফিকা জান্নাত সওরীকে, আহেলী ইশরাত জাহান দিবাকে, তনিমা রুমানা ফেরদৌসকে, জিসা উর্বানা চৌধুরীকে ও ঝর্না ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন।

নোশিন আঞ্জুম জাহানারা হক রুনুর সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।